নীলফামারী: নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় একটি মাইক্রোবাসের সঙ্গে আজিজ ট্রাভেলসের যাত্রবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই-বোন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে জলঢাকা-কিশোরগঞ্জ সড়কের অবিলের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে আহত হয়েছেন আরও আটজন। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত ব্যক্তিরা এক নিকটাত্মীয়ের মৃত্যুসংবাদ পেয়ে বগুড়া মোকামতলায় যাচ্ছিলেন।
নিহত দু’জন হলেন- জলঢাকা উপজেলার চিড়াভিজা গোলনা ইউনিয়নের নবাবগঞ্জ এলাকার মোবারক আলীর ছেলে জহুরুল ইসলাম (৭২) এবং তার বোন নবাগঞ্জ এলাকার আব্দুর রউফের স্ত্রী আনোয়ারা বেগম (৫০)।
কিশোরগঞ্জ থানার উপ-পরিদশক আব্দুল আজিজ বলেন, নিকটাত্মীয়ের মৃত্যুসংবাদ পেয়ে জলঢাকা থেকে একই পরিবারের দশ মাইক্রোবাসযোগে বগুড়ার মোকামতলায় যাচ্ছিলেন। পথে মাইক্রোবাসটির(চ- ১১-৯৫৮২) সঙ্গে যাত্রীবাহী বাসটির(১৪-৮৫৬৬) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই ভাই-বোন মারা যান। আহত আটজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাস ও মাইক্রোবাসটি থানায় আনা হয়েছে।