ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন শেখ ফজলে নূর তাপস। আওয়ামী লীগ থেকে মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়ার পর আজ তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান।
শেখ ফজলে নূর তাপসের মিডিয়া সমন্বয়কারী তারেক শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর আড়াইটায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র পাঠানো হয়েছে। এখন বিধি অনুযায়ী তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।