ঢাকা: গুঁড়িগুঁড়ি বৃষ্টির সঙ্গে ঘন কুয়াশার চাদরে ঢাকা সারা দেশ। কোথাও কোথাও তাপমাত্রা সামান্য বাড়লেও উত্তর অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। বৃষ্টিপাত কমলেও শীতের এই দাপট সারাদেশে আরও কিছু দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে মৌসুমী শীতের ভয়াবহতায় চরম ভোগান্তীতে পড়েছে ছিন্নমূল অসহায় মানুষেরা। হাসপাতালগুলোতে বাড়ছে শীতকালিন রোগীর চাপ।
গতকাল ঘন কুয়াশায় ঢাকা ছিল আকাশ। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সূর্যের দেখা মেলেনি কোথাও। দুদিন ধরে রাজধানীসহ দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে পাল্লা দিয়ে কমছে তাপমাত্রা।
বিপর্যয় নেমে এসেছে জন জীবনে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে বয়স্ক, শিশু ও ছিন্নমুল মানুষেরা। রাজধানীবাসী এই শীতে যতটা কাতর, অনেক বেশি বিপর্যয় দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে। রাজধানীর তুলনায় এসব এলাকায় তাপমাত্রা কমেছে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টিপাত কমে গেলেও শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। বৃহস্পতিবার বিকালের পর থেকেই দেশের বিভিন্ন এলাকা শুরু হয় হালকা বৃষ্টিপাত। রাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয় রাজধানী ঢাকাতেও। তাতে শীতে অনুভূতি খানিকটা বেড়েছে। পরবর্তী ৭২ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রাতের তাপমাত্রা আরও হ্্রাস পেতে পারে। উত্তর অঞ্চলে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে।
গতকাল সকাল ৯টা থেকে আবহাওয়ার ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। চট্রগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের দুয়েক জায়গায় হালকা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া আজ সারাদেশে অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কেথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে।
এছাড়া পঞ্চগর, দিনাজপুর ও নীলফামারী অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে। সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি হ্্রাস পেতে পারে।
গতকাল সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টার বৃষ্টিপাতের রেকর্ড অনুযায়ী: সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে যশোরে ১৪ মিলিমিটার, এছাড়া সীতাকুন্ড-১০, ফরিদপুর ও গোপালগঞ্জ-৯, পটুয়াখালি, কুমিল্লা ও খুলনা-৮ এবং ঢাকায় ৫ ও বরিশাল-৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো তেঁতুলিয়ায় ৯ দশমিক ২ ডিগ্রি। এছাড়া দিনাজপুরে- ৯ দশমিক ৮ ডিগ্রি, ডিমলায় ১০ দশমিক ০, রাজশাহী ১১ দশমিক ৮ ময়মনসিংহ-১২ দশমিক ৫, সিলেট-১৩ দশমিক ২, বরিশালে-১৩ দশমিক ৩ ও ঢাকায় ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
আবহাওয়াবিদ আরিফ হোসেন মানবজমিনকে বলেন, সারাদেশের তাপমাত্রা রাতে কমবে ও দিনে বাড়বে। বৃষ্টিপাতের পরিমান কমে আসবে কিন্তু সারাদেশে কুয়াশা বাড়বে। দেশের উত্তর অঞ্চলে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে এবং আরো কিছু এলাকায় বিস্তার লাভ করতে পারে। সারাদেশের আবহাওয়া এরকম আরো কিছুদিন অব্যাহত থাকবে।