ডেস্ক:গত কয়েকদিন ধরে দেশের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ফলে সূর্যের দেখা তেমন একটা মিলছে না। দেশের উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়, রংপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারীসহ দেশের বেশ কয়েকটি জেলায় শীত বেশ দাপট দেখাচ্ছে। তীব্র শীত ও ঘন কুয়াশায় জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেুঁতলিয়ায়। গতকাল ৬.৪ ডিগ্রি সেলসিয়াস থাকলেও আজ সেখানে নেমেছে ৫.৭ -এ।
আবহাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ার ৫.৭ ডিগ্রি সেলসিয়াসই এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। আর ঢাকায় ওই সময় থার্মোমিটারের পারদ ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে।
আজ সন্ধ্যার পর দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
তাতে এসব অঞ্চলের তাপমাত্রা আরেকটু কমতে পারে।