তীব্র শীতে কাঁপছে গোটা দেশ। মৃদু শৈত্য প্রবাহের কারণে ঠাণ্ডার তীব্রতা বেড়েছে। কমেছে তাপমাত্রাও। প্রচণ্ড শীতে কোথাও কোথাও ঠাণ্ডাজনিত রোগের প্রকোপও বেড়েছে।
আবহাওয়া অফিস বলছে, আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তবে তা আগামী ২২শে ডিসেম্বরের আগে নয়।
সকাল ৯টা পর্যন্ত দেয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, চুয়াডাঙ্গা ও যশোর অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈতপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবারের চেয়ে তাপমাত্রা আজ কিছুটা বেড়েছে।
তবে কমেনি বাতাসের আদ্রতার পরিমাণ। গতিও আগের মতোই। ফলে রাজধানীসহ সারাদেশেই শীতের প্রকোপ তীব্র। পূর্বাভাসে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা থাকার কথা থাকলেও সেটা গড়াচ্ছে দুপুর পর্যন্ত। এমনকি নেই সূর্য কিরণের দেখা।
বর্তমানে বাতাসের আদ্রতার পরিমাণ ৯৪ শতাংশ। আবার বাতাসের গতিবেগও ঘণ্টায় ১২ কিলোমিটার পর্যন্ত উঠছে। ফলে শীতের প্রকোপ আছে আগের মতোই।
শুক্রবার সকাল ৯টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার যেটা ৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে এসেছিল। এছাড়া ঢাকাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।