ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে দগ্ধ আরও দুই জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- মোস্তাকিম (২১) ও রাজ্জাক (৪২)। আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হলো।
নিহত মোস্তাকিম রাজশাহীর তানোর মৃত মোন্তাজের ছেলে ও রাজ্জাক কেরানীগঞ্জের হিজতলা চুনকুঠিয়া এলাকার মৃত আবদুর রশিদের ছেলে।
এর আগে গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আসাদ নামের এক কিশোরের মৃত্যু হয়। ১৪ বছর বয়সী আসাদের শরীরের ৫০ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিলো।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন জানিয়েছেন, সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) বার্ন ইউনিটে ওই দুই যুবকের মৃত্যু হয়।
গত ১১ই ডিসেম্বর বিকালে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় প্রাইম পেট এন্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এ নিয়ে মোট ১৬ জন মারা গেলো।
ফায়ার সার্ভিসের কর্মীরা সেদিনই কারখানার ধ্বংস্তুপ থেকে একজনের মরদেহ উদ্ধার করেন। বাকিরা পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সামন্ত লাল জানান, কেরানীগঞ্জে দগ্ধ আরও ১৫ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে নয়জনকে রাখা হয়েছে লাইফ সাপোর্টে।
১৫ জনের কেউ শঙ্কামুক্ত নন।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানা মালিক নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।