সংখ্যাগরিষ্ঠতার পথে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি

Slider জাতীয় সারাবিশ্ব


বৃটেনে জাতীয় নির্বাচনের পর চলছে ভোট গণনা। এরই মধ্যে এক্সিট পোল বা বুথফেরত জরিপের ফল আসতে শুরু করেছে। সে অনুযায়ী, ক্ষমতাসীন কনজারভেটিভ বা টোরি পার্টিই সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে এগিয়ে আছে। বিবিসির জরিপ অনুযায়ী সব আসনের ভোট গণনা শেষ হলে টোরিরা ৩৬৮ টি আসনে জয়ী হবার সম্ভাবনা রয়েছে, যা ২০১৭ সালের নির্বাচনে প্রাপ্ত আসনের চেয়ে ৫০টি বেশি। অন্যদিকে লেবার পার্টি ১৯১টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি ১৩ ও এসএনপি ৫৫টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা আছে। বৃটেনের স্থানীয় সময় মধ্যরাতের আগেই নির্বাচনের ফল এসে পৌঁছাবে। কিন্তু চূড়ান্ত ফল শুক্রবার দুপুরের মধ্যে জানা যাবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *