এটিএম আজহারের ফাঁসি

Slider জাতীয়

56974_r-2

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
আজ বেলা সাড়ে ১২টায় এর বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন। এর আগে সকালে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ
ট্রাইব্যুনালের হাজতখানায় আনা হয়। সোয়া ১১টার দিকে রায় পড়া শুরু করেন ট্রাইব্যুনাল। এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই ট্রাইব্যুনাল ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। দোয়েল চত্বর থেকে ট্রাইব্যুনালের দিকের সড়ক বন্ধ করে দেয়া হয়েছে। ট্রাইব্যুনালের প্রধান ফটকে অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বাইরে প্রস্তুত রাখা হয়েছে পুলিশের সাঁজোয়া যান। ট্রাইব্যুনালে প্রবেশের সময় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *