গাজীপুর: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গাজীপুর জেলা শাখা।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় গাজীপুর মহানগরের রাজবাড়ি রোডে এই মিছিল হয়। মিছিলটি গাজীপুর আইনজীবী সমিতি থেকে বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে পুনায়র বারে ফিরে যায়।
মিছিলে ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গাজীপুর জেলা শাখার আহবায়ক ডক্টর মো: শহিদউজ্জামান, সদস্য সচিব মোস্তফা কামাল, সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ প্রিন্স, আহবায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম, এডভোকেট সিরাজুল ইসলাম প্রমূখ।