ইন্টারনেটের যুগে এখন একজনের সঙ্গে অন্যজনের যোগাযোগ যেন একেবারে হাতের মুঠোয়। তবে গবেষকরা জানাচ্ছেন বিপরীত তথ্য। এ যোগাযোগের যুগেই তরুণরা একে অন্যের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টেলিগ্রাফ।
একাকিত্ব অতীতে বয়স্কদের মাঝেই দেখা যেত। কিন্তু সম্প্রতি যুক্তরাজ্যের ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণদের মাঝে পরিচালিত এক জরিপে দেখা যায়, তারা এখন অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশিমাত্রায় একাকিত্বে ভুগছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের ফলে এখন একে অন্যের সঙ্গে যোগাযোগ অনেক সহজ। কিন্তু অনলাইনের এ যোগাযোগের সুবিধা মূলত মুখোমুখি যোগাযোগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছে। আর এর ফলে তরুণেরা বাস্তব জীবনে অন্যদের কাছাকাছি যাওয়ার বদলে বরং দূরে চলে যাচ্ছে।
অনলাইনে যোগাযোগ অনেকের কাছেই কোনো বাস্তব যোগাযোগ নয় বরং ভার্চুয়াল যোগাযোগ হিসেবে গণ্য হচ্ছে।
সাম্প্রতিক জরিপে উঠে এসেছে, যুক্তরাজ্যের ১৮ থেকে ২৪ বছর বয়সীরা আগের তুলনায় এখন প্রায় চার গুণ বেশি একাকিত্বে ভুগছে। আগে এ মাত্রার একাকিত্বে শুধু ৭০ বছরের বেশি ব্যক্তিরা ভুগত।