রাজনৈতিক অস্থিরতায় দেশের পোশাক খাতে বিপর্যয়ের আশঙ্কা করেছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীমহল। ২০১৩ সালে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে এক অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়। বর্তমানে একই পরিস্থিতির আশঙ্কা করছেন দেশের সাধারণ মানুষ। আর এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ ব্যবসায়ী মহলেও।
দেশের বৃহৎ রফতানি খাত পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারকদের সমিতি (বিজিএমইএ) সহ-সভাপতি মো. শহিদুল্লাহ আজীম বলেন, রাজনৈতিক অস্থিরতায় দেশের রফতানি খাতে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে।
তিনি বলেন, ২০১৩ সালের রাজনৈতিক অস্থিরতায় আমরা বড় ধরনের ক্ষতির শিকার হই। তা কাটিয়ে উঠতে না উঠতেই আবারো রাজনৈতিক অঙ্গণ গরম হয়ে উঠেছে। এতে ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। কারণ, একদিনের হরতালেই আমাদের আড়াইশ কোটি টাকার ক্ষতি হয়। এছাড়া হরতাল বা সহিংসতায় বায়াররা অর্ডার ফেরত নিয়ে চলে যাবে। ফলে রফতানিতে নেতিবাচক প্রভাব পড়বে।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন(বিকেএমইএ) এর সভাপতি সেলিম ওসমান বলেন, যারা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে তারা ব্যবসায়ীদের শত্রু। যার কারণে তারা রাজনৈতিক দলের বিপক্ষে নয়। ব্যবসায়ীদের বিপক্ষেই হরতাল দিয়ে থাকে।
রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হলে ক্ষতির সম্মুখীন হয় দেশের শ্রমজীবী ও সাধারণ মানুষও। এসব মানুষ রাজনীতি বোঝে না। পেটের দায়ে কাজ করে। বর্তমান পরিস্থিতি নিয়ে শঙ্কা তাদের মধ্যেও। রিকশা চালক রহিম জানালেন, ‘এতদিন তো ভালই আছিলাম। আবার বুঝি দেশের বারোটা বাজবো। ওই দুই মহিলাই(দেশের দুই নেত্রী) আমাগো জইন্যে অভিশাপ।’
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সোমবারের হরতাল প্রত্যাহারের আহবান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, রাজনৈতিক স্থিতিশীলতা ও দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের ধারা সমুন্নত রাখার স্বার্থে হরতাল কর্মসূচি দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে।
এই প্রতিবেদকের কথা হয় অর্থনীতিবিদ ড. আনু মুহাম্মদের সঙ্গে।
তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতায় অর্থনীতিতে বিরূপ প্রভাব বা বিপর্যয় ঘটতে পারে। তবে সেটা নির্ভর করবে রাজনৈতিক অস্থিরতার মাত্রার উপর। আমাদের অর্থনীতি এখনও ভালো অবস্থানে নেই। তাই রাজনৈতিক অস্থিরতা বা সহিংসহা হলে সমগ্র অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
রাজনৈতিক সঙ্কটে আসন্ন অস্থিরতায় অর্থনীতির কী পরিমাণ ক্ষতির আশঙ্কা রয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্ষতির পরিমাণ নির্ভর করে কী ঘটবে, কতটা সহিংসহা হতে পারে তার উপর। তবে এটা নির্ভর করে সরকারের উপর। সরকার বিষয়টাকে কীভাবে নেবে। শান্তিপূর্ণভাবে মীমাংসা করবে, না সহিংসতায় যাবে।