খালেদা জিয়ার শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, প্রধান বিচারপতির এজলাসে বিএনপিপন্থি আইনজীবীরা যেভাবে হট্টগোল করেছেন, তা রীতিমতো আদালত অবমাননা। জামিন শুনানি পেছানোর পর এজলাস কক্ষে হট্টগোলের প্রেক্ষিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএনপিপন্থি আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা এমন করতে পারেন না, আমরা মনে করি কেউ যদি আদালতে হট্টগোল করে, অবহেলা করে তাহলে আদালত অবমনানা হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আমিনুদ্দিন বলেন, আজ প্রধান বিচারপতির এজলাসে বিএনপিপন্থি আইনজীবীরা যেভাবে হট্টগোল করেছে তা আমি আমার সুপ্রিম কোর্ট প্র্যাকটিস জীবনে দেখিনি।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যারিস্টার ফজলে নূর তাপস। তিনি বলেন, আমরা তো ধৈর্য সহকারে অবস্থান করেছি আমাদের এই ধৈর্য দুর্বল মনে করবেন না। এরপর আওয়ামীপন্থি আইনজীবীরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির রুমের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বলেন, আদালতের অবমাননা চলবে না চলবে না, জঙ্গিবাদে কালো হাত ভেঙ্গে দাও ভেঙে দাও।