বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের জামিন মঞ্জুর করেছেন আদালত। পুলিশের রিমান্ড আবেদন ও আসামিপক্ষের করা জামিন আবেদনের শুনানি শেষে আজ বৃহস্পতিবার বিকালে ঢাকা মহানগর মুখ্য হাকিম (সিএমএম) আবু সাঈদের আদালত এই জামিন মঞ্জুর করেন। এর আগে আদালতে বিএনপি নেতা মেজর হাফিজ ও খায়রুল কবির খোকনের রিমান্ড আবেদন করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন। পরে আদালত শুনানি শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর করেন। আদালতে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও খায়রুল কবির খোকনের পক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট মোস্তফা আহমেদ খান। এর আগে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে হাইকোর্ট এলাকা থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে হাইকোর্টের গেটের সামনে থেকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ।