সিলেট: ৪৫ টাকা কেজিতে পিয়াজ কিনতে লাইনে দাঁড়িয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। আজ সোমবার দুপুরে তিনি নগরীর সুরমা মার্কেট পয়েন্টে লাইনে দাঁড়ান। মেয়র লাইনে দাঁড়িয়ে পিয়াজ কিনছেন দেখে হুলস্থুল পড়ে যায়। এ সময় সিটি কাউন্সিলরসহ কয়েকজন সমাজসেবকও লাইনে এসে দাঁড়ান।
সিলেটে সীমান্ত পথে আসা চোরাচালানের দুই ট্রাক পিয়াজ গত শনিবার আটক করেছিলো শাহপরান থানা পুলিশ। পরে সিদ্বান্ত নিয়ে ওই পিয়াজের চালান ৪৫ টাকা দরে বিক্রির শর্তে ট্রাক ছাড়া হয়।
সিদ্বান্ত মতো- সকাল ১০ টা থেকে নগরীর সুরমা পয়েন্ট, রিকাবীবাজার পয়েন্ট ও দক্ষিণ সুরমা পয়েন্টে ৪৫ টাকা দরে পিয়াজ বিক্রি শুরু হয়। এই খবরে হাজার হাজার মানুষ পিয়াজ কিনতে ভিড় করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ডাকা হয় পুলিশ।
এদিকে খবর পেয়ে এক কেজি পিয়াজ কিনতে ব্যাগ হাতে নিয়ে লাইনে দাঁড়ান মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি মানবজমিনকে বলেন, মানুষ পিয়াজের জন্য অস্থির। আমার ঘরেও পিয়াজ নেই। এ কারণে লাইনে এসে দাঁড়িয়েছি। এক কেজি পিয়াজ পেলেও ১৫ দিন চলে যাবে বলে জানান তিনি।