বাসস, ঢাকা:সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নতুন সড়ক পরিবহন আইন ২০১৮ আজ রোববার থেকে কার্যকর শুরু হয়েছে। বাধা এলেও চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এ আইন নিয়ে এগিয়ে যাবেন।
আজ রাজধানীর বসুন্ধরা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) সড়ক নিরাপত্তা ও সড়ক পরিবহন আইন-২০১৮ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘নতুন আইন বাস্তবায়ন করা হবে। কিছুদিন শিথিল করেছিলাম সচেতনতা বাড়াতে। দু’সপ্তাহ সময় দিয়েছিলাম, সেটা শেষ হয়েছে। তাই আজ রোববার থেকে নতুন সড়ক পরিবহন আইন ২০১৮ কার্যকর শুরু হয়েছে।’
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘দেয়ালে পিঠ ঠেকে গেছে। পেছনে ফেরার আর কোনো সুযোগ নেই। এতে যত ধরনের বাধাই আসুক না কেন, আমি এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এগিয়ে যাব। গর্জন আর তরঙ্গের অপর নাম হলো চ্যালেঞ্জ। নতুন সড়ক আইনে বেশি জরিমানা মানে বেশি অর্থ নেওয়া নয়। বেশি জরিমানা দিলে শৃঙ্খলা ফিরে আসবে।’
সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সচেতনতা বাড়ানোর পাশাপাশি সবাইকে আইন মেনে চলতে অনুরোধ জানান মন্ত্রী। তিনি বলেন, প্রয়োজন হলে আইন সংশোধন করা হবে। আস্তে আস্তে আইন প্রয়োগ করা হবে। জনগণের চাহিদার বাইরে যাওয়া যাবে না।
সিটিং সার্ভিস নিয়ে ওবায়দুল কাদের বলেছেন, ‘রাজধানীতে কিছু গাড়ি আছে, তারা সিটিং (সার্ভিস) লিখে রাখে। আসলে তারা সিটিং না, চিটিং সার্ভিস।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার, সহউপাচার্য তোফাজ্জল হোসেন, ব্যবসা প্রশাসন অনুষদের ডিন চার্লস সি ভিনালুয়েভা প্রমুখ।