রাতুল মন্ডল শ্রীপুর: আমরা চাই জনগণের পুলিশ হতে গাজীপুরের শ্রীপুর উপজেলার কমিউনিটি ব্যাংকের ৬ষ্ঠ তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন অনুুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এ কথা বলেন,
(১৭ নভেম্বর রবিবার) বেলা ১২ টার দিকে উপজেলার পৌর শহরের মাওনা চৌরাস্তায় ভাই ভাই কমপ্লেক্সে ব্যাংকের ৬ষ্ঠ তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
গাজীপুর পুলিশ সুপার শামছুন নাহারের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান, গাজীপুর জেলা প্রশাসন এসএম তরিকুল ইসলাম, নোমান গ্রুপের ডিএমডি আব্দুল্লাহ আর জাবেদ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ মহাপরিদর্শক বলেন, বাংলাদেশের শিল্প অঞ্চল এলাকায় মানুষের দ্বারে সেবা পৌঁছে দেওয়ার লক্ষে গত সেপ্টেম্বর মাসে কমিউনিটি ব্যাংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
আশা করি খুব দ্রুত এই ব্যাংক মানুষের সেবাই সর্বোচ্চ লক্ষে পৌঁছে যাবে আপনাদের সকলের সহযোগিতায়।
এসময় অন্যনদের মাঝে আরো উপস্থিত ছিলেন, মইনুর রহমান চৌধুরী এডিশনাল আইজি প্রশাসন,
মশিউল হক চৌধুরী ব্যাবস্থাপনা পরিচালক সিইও কমিউনিটি ব্যাংক বাংলাদেশে লিঃ,
শ্রীপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান এড. শামসুল আলম প্রধান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমডি শামসুল আরেফিন, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী, তেলিহাটি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. আব্দুল আজিজসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা ও ব্যাবসায়ীরা।