আর যাবো না পাঠশালাতে
এই ধরো মা ব্যাগ,
লেখাপড়া নয় গো যেন
ভয় আরও উদ্বেগ।
ছোট্ট আমি কোমলমতি
ছোট্ট আমার ঘাড়,
কেমন করে ছোট্ট কাঁধে
বইবো বিশাল ভার?
ব্যাগের ভেতর নাস্তা পানি
বইয়ের পিঠে খাতা,
সাথে আবার রোদ-বাদলে
বইতে হবে ছাতা।
ছোট্ট কাঁধে ঝুলিয়ে দাও
মস্ত একটা বোঝা,
কষ্ট লাগে বইতে গেলে
নয় অতোটা সোজা।
নাওয়া-খাওয়া ঘুম ছাড়া আর
হয় না কিছুই করা,
সারাটা দিন একটাই কাজ
পড়া পড়া পড়া।
শিশুকালেই হয়ে যাবো
বইয়ের ভারে কুঁজা,
কাজ হবে না ডাকলে সেদিন
কবিরাজ আর ওঝা।
পড়তে গেলে হয় না পড়া
এত্তগুলো বই,
কচি মাথায় কেমন করে
এতোটা চাপ সই?
লেখাপড়ার জন্য তুমি
চাপ যদি দাও খুব,
বাড়ি ছেড়ে ঠিক পালাবো
নয়তো দেবো ডুব।
বেড়াতেও হয় না যাওয়া
হয় না মাঠে খেলা,
পড়ার জন্য চাপ দিয়ে যাও
শুধুই সারাবেলা।
পায়ে ধরে বলছি তোমায়
করে দাও না মাপ,
দোহাই মা গো আর দিও না
লেখাপড়ার চাপ!
রচনাঃ ১০ নভেম্বর, ২০১৯।