জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আবু সুফিয়ান চঞ্চল পদত্যাগ করেছে। ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আহসান হাবিব জানান, ‘গত মঙ্গলবার জাবি শাখা ছাত্রলীগের সম্পাদক এসএম আবু সুফিয়ান চঞ্চল কেন্দ্রে পদত্যাগপত্র পাঠায়।
তবে কি কারণ দেখিয়ে পদত্যাগ করেছে এ বিষয়টি জানাননি আহসান হাবিব। এ বিষয়ে জানতে এসএম চঞ্চলকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।
বিষয়টি সম্পর্কে জাবি শাখা ছাত্রলীগ সভাপতি জুয়েল রানার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না, কেন্দ্রও কিছু জানায়নি।’
২০১৬ সালের ২৭ ডিসেম্বর এক বছরের জন্য জাবি শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করেন তৎকালীন সোহাগ জাকির কমিটি। এরপর দুই বছর দশ মাস অতিবাহিত হলেও আর কোন নতুন কমিটি হয়নি। গত ঈদুল আযহার আগে জাবির মেগাপ্রজেক্ট থেকে ছাত্রলীগ দুই কোটি টাকা পাওয়া অভিযোগ উঠেছে। তারপর থেকে জাবিতে ভিসি অপসারণের দাবিতে আন্দোলন চলতে থাকে।
দীর্ঘদিন ধরে ছাত্রলীগের সেক্রেটারি প্যানেলে দুইটি গ্রুপ থাকায় ক্যাম্পাসে কোনঠাসা ছিলো সেক্রেটারী চঞ্চল। তবে জাবি ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপের নেতারা বলছে, ‘মেগাপ্রজেক্ট থেকে টাকা পাওয়ার পর চঞ্চল ক্যাম্পাসে অনিয়মিত হয়ে পড়ে।