টাকার বিনিময়ে আ’লীগের কমিটি, বিক্ষোভ

Slider রাজনীতি


রামগতি (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ‘টাকার বিনিময়ে’ আওয়ামী লীগের কমিটি দেয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় বিক্ষোভ ও চরম উত্তেজনা চলছে।

তোরাবগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহে আলম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়। তারা তোরাবগঞ্জ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে টাকা নিয়ে কমিটি দিয়েছে বলে এ অভিযোগ করেছেন পদবঞ্চিতরা।

এ ঘটনায় পদবঞ্চিতরা রোববার রাতে দিকে উপজেলার তোরাবগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল করে। এ সময় মাদককারবারি ও জামায়াতের অনুপ্রবেশকারীদের দিয়ে কমিটি দেয়ার অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন বিক্ষুব্ধরা।

এ সময় তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) ও আওয়ামী লীগ নেতা আবদুল মতিন, ৩ নম্বর ওয়ার্ড কমিটির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, ২ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন, ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার, প্রার্থী নুরুল ইসলাম ও ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি প্রার্থী গোলাম মাওলাসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী নুরুল ইসলাম বলেন, কমিটি পাইয়ে দিতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আমার কাছে ৫০ হাজার টাকা চেয়েছিলেন। টাকা না দিতে পারায় তারা আমাকে পদবঞ্চিত করা হয়েছে।

অভিযোগের বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহে আলম বলেন, টাকার বিনিময়ে কমিটি দেয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। পদবঞ্চিত হওয়ায় তারা এসব ঘটনা রটিয়েছে।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন বলেন, উপজেলা নির্বাচনে যারা নৌকার প্রার্থীর বিপক্ষে গিয়ে কাজ করেছে। তাদের কমিটি থেকে বাদ দেয়া হয়েছে। পদবঞ্চিত হওয়ায় তারা মিথ্যা অভিযোগ তুলেছে।

কমলনগর থানার ওসি মোহাম্মদ নুরুল আবছার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।

উল্লেখ্য, গত শনিবার রাতে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *