আগামী জানুয়ারিতে একই দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরশনে নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। দুই সিটিতেই ইভিএমে ভোট গ্রহণ করা হবে। আজ কমিশন বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর। তিনি বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনে জানুয়ারির মাঝামাঝি বা শেষের দিকে ভোট হতে পারে। ঢাকা ও চট্টগ্রামে সিটি ভোটের প্রস্তুি নিয়ে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের বৈঠক শুরু হয়েছিল। ওইদিনের মুলতবি সভা রোববার সকালে অনুষ্ঠিত হয়। সচিব বলেন, নভেম্বরের ১৮ তারিখের পর যেকোনো দিন এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। চলতি ভোটার তালিকা দিয়ে ইভিএমের মাধ্যমে এই দুই সিটিতে ভোটগ্রহণ করা হবে।
যেহেতু এখনও সময় হয়নি তাই চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। ২০১৫ সালের ২৮ই এপ্রিল একসঙ্গে ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন হয়। সিটি নির্বাচনে কোনো আইনী জটিলতা আছে কিনা এমন প্রশ্নে ইসি সচিব বলেন, কোনো আইনী জটিলতা আমরা এখনও দেখছি না।