কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: কালীগঞ্জ উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার সম্মেলন কক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণপ্রাপ্ত ৮ জন যুবকের মধ্যে ৬ লাখ ২০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করেন ইউএনও মো. শিবলী সাদিক।
এর আগে দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের নিয়ে উপজেলার চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ইউসুফ ভূইয়ার সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন অফিসার জাহিদুল হকের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃষি অফিসার আবু নাদের সিদ্দিকী, উপজেলা নির্বাচন অফিসার ফারিজা নুর প্রমুখ।
এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের মীর মোহাম্মদ সফি, সুজন চন্দ্র বণিক, সুমন হোসেন, নিরঞ্জন চন্দ্র দাসসহ উপজেলার বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।