কালীগঞ্জে সমবায় দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Slider গ্রাম বাংলা


কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন এই ¯েøাগানকে সামনে রেখে ৪৮ তম সমবায় দিবস উদযাপন উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কালীগঞ্জ উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমবায় সমিতির নেতৃবৃন্দদের সমন্বয়ে উপজেলার চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে এসে র‌্যালিটি আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা সমবায় অফিসার মির্জা ফারজানা শারমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিক।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদ-উল-আলম খান মাসুদ, উপজেলা কৃষি অফিসার আবু নাদের সিদ্দিকী, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারিজা নুর, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ইউসুফ ভূইয়া প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *