নিষেধাজ্ঞা শেষে ইলিশে সয়লাব চাঁদপুর

Slider জাতীয় সারাদেশ


চাঁদপুর: প্রজনন মৌসুমের কারণে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে বৃহস্পতিবার চাঁদপুর ইলিশের সয়লাব হয়ে গেছে। বড় স্টেশন মাছঘাটে প্রায় সাড়ে ৩ হাজার মণ ইলিশের আমদানি হয়েছে।

বাজার ঘুরে জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ৮০ ভাগ মা ইলিশ ডিম ছাড়তে পেরেছে। এবার অভিযান অনেকটাই সফল হয়েছে বলে দাবি করেন তিনি।

এদিকে সরেজমিনে মাছঘাটে গিয়ে দেখা যায় পুরো ঘাটজুড়ে ছোট, বড় ও মাঝারি সাইজের ইলিশ আর ইলিশ। এসব ইলিশের সবই চাঁদপুর পদ্মা-মেঘনা থেকে আহরিত। যার সিংহভাগই পরিপক্ক ইলিশ এবং মাছের পেটে ডিম রয়েছে।

মৎস্য বণিক সমিতির সভাপতি খালেক মাল, রাজরাজেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী বেপারির আড়তসহ অনেকের আড়তে আজ সারাদিনই প্রচুর ইলিশ ক্রয়-বিক্রয় হয়েছে। এক কেজি পরিমাণ ইলিশের মণ পাইকারি বিক্রি হয়েছে ২৫ থেকে ২৭ হাজার টাকা।

চাঁদপুরের জেলেরা বৃহস্পতিবার সন্ধ্যা রাত পর্যন্ত প্রচুর ইলিশ পাচ্ছেন বলে জানা গেছে। জেলা শহরের ব্যস্তবাজার, বিপনীবাগ,পাল বাজার ও অন্যান্য বাজারগুলোতে ঘুরে দেখা যায়, প্রতি এক কেজি ওজনের ইলিশ ৯০০ টাকা, ৫০০ গ্রামের ইলিশ ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। সূত্র : ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *