শেষ থেকে শুরু
নতুন খাতায় পুরানো কথা
লিখে যাই আজো
জান কি তুমি আদিদ ?
তুমি কি দেখেছ ?
নতুন নতুন কত ডায়রীর পাতা
পূর্ণ হল
শুধু তোমার নামে
লিখে যাওয়া কবিতায়………..
সেই দিনের কথা মনে করে
আজো একটি নতুন খাতা খুললাম..
দুজনার মাঝে ধরা দিতে দুজনা
সেই কবে প্রথম দেখা হয়েছিল…
তোমার
পরনে ছিল সাদা শার্ট ,নীল প্যান্ট
অপূর্ব লাগছিল ………..
আর
আমি নীল শাড়ীতে তোমার নীলাম্বরী
সেজেই এসেছিলাম…
তুমি ছিলে খুব ভুলো মনের
শার্টের বোতাম গুলো
এলোমেলো লাগানো ছিল
তাই দেখে লজ্জায় দু’হাতে মুখ লুকিয়ে
হেসে ফেললাম……..
“এই বোতাম গুলি ঠিক করে লাগিয়ে দাও তো?”
বললে তুমি…
“আচ্ছা তবে তুমি চোখ বন্ধ করো”
আমি বললাম…
তুমিও লক্ষী ছেলেটির মত চোখ বন্ধ করলে
একটি বোতাম লাগাতেই
দুবাহুতে বুকের মাঝে বন্দী করে নিয়ে
বললে…
“জানো তোমাকে এমনি করে বুকের মাঝে
জড়িয়ে নিতে
ইচ্ছে করেই বোতাম গুলি
ওলট পালট করে রাখি,
তোমার নিশ্বাস
তোমার চুলের ঘ্রান
তোমার মায়াবী শরীরের
সুগন্ধটুকু বাড়ীতে নিয়ে যাই..
ফের কবে দেখা হবে কে জানে
তোমার আবেশে,
আবেশিত করে রাখতে
ফের দেখা না পাওয়া অবধী
ইচ্ছে করেই এমনটি করি ”
আচ্ছা তাই বুঝি
এত দুষ্ট তুমি
এই বলে দৌড়ে পালিয়ে যেতাম
ভালোবাসার মিষ্টি অনুরাগিণী হয়ে…
আদিদ শোন…..?
এখনও আমি নতুন খাতায় লিখি
শুধুই পুরানো কথা …..
কল্পনার জাল বুনে বুনে
লিখে যাই রোমাঞ্চকর প্রেমোব্যথা ।
মনে আছে তোমার ?
আমার আংটি বদলের দিন
কি পাগলামই না করলে তুমি ?
অস্হীর ,উদ্ভ্রান্ত হয়ে
কোথা থেকে ঝড়ের বেগে এসে
আমাদের ঘরের দেয়াল কাঁপিয়ে দিলে..
কাঁদলে নিজে
কাঁদালে আমায়
কাঁদালে পুরো পৃথিবী যেন…
নির্জন রাত্রির বুকে
হাহাকারে
করুন আর্তনাদ …..
আকাশ-বাতাস স্তম্ভ হয়ে গেল
যখন তুমি বললে
”নীহারিকা শুধু আমার,,শুধুই আমার
আর কারো হতে পারনা তুমি ?’
তোমা হতে আমি
আমা হতে তুমি
কেন এই
দূরত্বের দেয়াল…?
আদিদ তুমি কি জানো
সেদিনই প্রথম তোমাকে
ভালোবাসা শুরু….আমার..
হারিয়ে জীবন থেকে
জীবনের চেয়েও
বেশী ভালোবেসে ফেলেছি তোমায় …..
আজ তোমার গগনে আমি নেই
আছে স্মৃতি
আজ আমার গগনে তুমি নেই
আছে শুভেচ্ছা প্রীতি ।
শোন আদিদ ?
যেদিন তোমার-আমার হল
চিরজনমের বিচ্ছেদ..
সেই দিনটিই
প্রথম এবং শেষ স্মরণিক ক্ষন..
সেই দিনটিই ভালোবাসার মানচিত্রের
একচ্ছত্র দখলে…
সেদিন, সেই মুহূর্ত থেকে
তোমার সাথে আমার
শুরু হল অনন্তকালের প্রেম ,
শুরু হল স্বর্গিয় ভালোবাসা….
আদিদ
নিজেকে শতরূপে সাজিয়ে
এখন আর আগের মত
আরশীতে হাত বুলাতে পারিনা…
আরশীর ভেতরকার
তুমি নামের
মানুষটিকে স্পর্শ করতে না পারার
তীব্রতর ব্যথায় ম্রিয়মাণ সমগ্র সত্তা….
আদিদ…
আমার মনের দেয়াল জুড়ে
তোমার ছায়ার প্রজ্বলন..
আহা কি আনন্দ চিত্তে
অসীম বেদনার ভার বয়ে
মৃত্যুস্নানে ভালোবেসে
অহর্নিশ তুমি আমি যাচ্ছি পুড়ে…
জানো আদিদ..?
সম্পর্ক
প্রেম
প্রণয়
…ভালোবাসা
যেখানে থামে…
সেখানেই নিরন্তর নামে….