কাশ্মীরে গোলাগুলি; ৫ বাঙালি শ্রমিক নিহত

Slider জাতীয় সারাবিশ্ব


ঢাকা: মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ কাশ্মীরের কুলগামে গোলাগুলিতে ৫ শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১ জন। হতাহতরা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা।

জানা গেছে, ওই ব্যক্তিরা জীবিকার তাগিদে কাশ্মীরে গিয়েছিলেন।

কাশ্মীর পুলিশ সূত্র বলছে, মঙ্গলবার সন্ধ্যায় শ্রমিকদের লক্ষ্য করে সন্ত্রাসবাদীরা গুলি চালালে ৫ শ্রমিক নিহত হন। প্রাথমিক খোঁজখবর নিয়ে পুলিশ জানতে পারে, নিহতরা পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা। তবে, তাঁদের বিষয়ে বিস্তারিত এখনও কিছু জানা যায়নি। আহত ব্যক্তির নাম জহুরুদ্দিন।

এই ঘটনার পরপরই জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযানে নেমেছে সরকারি বাহিনী।

কাশ্মীর পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের নাম মানসুলিন শেখ, কামারউদ্দিন শেখ, শেখ রফিক, নইমুদ্দিন ও রফিকুল্লা শেখ। তাদের প্রত্যেকেরই বাড়ি মুর্শিদাবাদের সাঘরদিঘিতে।

জানা গেছে, দিনমজুরের কাজ করতেই পশ্চিমবঙ্গ থেকে কাশ্মীরে গিয়ে রয়েছেন জহুরুদ্দিন। কুলগামের কাতরাসু গ্রামে বাড়ি ভাড়া নিয়ে থাকেন। মঙ্গলবার সন্ধ্যায় তাঁর বাড়িতে গিয়ে পায়ে গুলি করে জঙ্গিরা। অস্ত্রোপচার করে তাঁর পায়ের গুলি বের করা হয়েছে।

চিকিত্‍‌সকেরা জানিয়েছেন, তিনি এখন বিপদমুক্ত।

সূত্র : ওয়ান ইন্ডিয়া, এই সময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *