মানবজমিনের সাংবাদিক বিজনের হাতের দাম কোটি টাকা, পা ৫০ লাখ!

Slider জাতীয় সামাজিক যোগাযোগ সঙ্গী


ঢাকা: দৈনিক মানবজমিনের ব্রাহ্মণবাড়িয়াস্থ স্টাফ রিপোর্টার জাবেদ রহিম বিজনকে হত্যার হুমকি দেয়া হয়েছে। তার হাতের মূল্য ঘোষণা করা হয়েছে ১ কোটি টাকা। আর পায়ের মূল্য ৫০ লাখ। আর এসব নিয়ে হত্যা মামলা চালানোসহ মোট দেড় কোটি টাকা বাজেট ঘোষণা করা হয়েছে ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এই ঘোষণায় তোলপাড় সৃষ্টি হয়েছে। জেলার সাংবাদিকদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। ‘কাজল ভাইয়ের সমর্থক’ নামের ফেসবুক আইডি থেকে এই পোস্টটি দেয়া হয়। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে এরইমধ্যে ভাইরাল হয়েছে।

আখাউড়ায় খলিফা সাম্রাজ্য শিরোনামে দৈনিক মানবজমিনে গত ২৫শে অক্টোবর একটি সংবাদ প্রকাশ হয়। এরপর থেকেই আখাউড়া যুবলীগ আহবায়ক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের সাঙ্গপাঙ্গরা ফেসবুকের মাধ্যমে বিভিন্ন হুমকি দিয়ে যাচ্ছেন। তারা মানবজমিন পত্রিকা আখাউড়াতে সারাজীবন বন্ধ রাখারও ঘোষণা দেন। এরআগে মানবজমিন পুড়িয়ে দেন। ‘বিজনের হাতের দাম-১০০০০০০০/, পা-৫০০০০০০, মামলাসহ দেখবো ১৫০০০০০০’- এভাবেই শনিবার রাতে ‘কাজল ভাইয়ের সমর্থক’ আইডি থেকে পোস্টটি দেয়া হয়। অন্য আরেকটি পোস্টে- ‘বিজনকে যেখানে পাবে- তাকে সাইজ যে করতে পারবে তাকে পুরস্কৃত করা হবে’ এই ঘোষণা দেয়া হয়। এসব পোস্ট আখাউড়ায় ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ভাইরাল হয়েছে। সীমান্তবর্তী আখাউড়া উপজেলার সম্রাটখ্যাত উপজেলা যুবলীগ নেতা তাকজিল খলিফা কাজলের নানা অপকর্ম তুলে ধরা হয় মানবজমিনের ওই সংবাদটিতে। কাজল ছাড়াও তার ভাই-ভাতিজাদের দুষ্কর্মের চিত্র প্রকাশ পায় সেখানে। খবরটি ব্যাপক প্রশংসিত হয় সবমহলে। ব্রাহ্মণবাড়িয়াসহ

সারাদেশে আলোচিত হয়। বিজনের দৃষ্টান্তমূলক বিচার এবং মানবজমিন আখাউড়ায় অবাঞ্ছিত লিখে যুবলীগের নামে একটি পোস্ট দেন কাজলের ছোট ভাই নেছার আহমেদ খলিফা। মানবজমিন পত্রিকা আখাউড়াতে সারাজীবন বন্ধ থাকবে- লিখা একটি পোস্ট দেয়া হয় ‘কাজল ভাইয়ের সমর্থক’ নামীয় আইডি থেকে। উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সহ-সভাপতি সৈয়দ যুবরাজ শাহ রাসেল, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন, পৌর যুবলীগ সভাপতি মো. মনির খান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবদুল মোমিন বাবুল (এ্যারো বাবুল), যুবলীগ নেতা ছগির আহমেদ, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেমের ভাতিজা পারভেজ ভূইয়া, কাজলের চাচাতো ভাই শ্রমিকলীগ সভাপতি লাকসু খলিফা, যুবলীগ নেতা রুবেল আহমেদ, শিপন আহমেদ, জসিম উদ্দিন রনি, আবদুল্লাহ আল মামুন ইত্যাদি নামীয় আইডি থেকে নানা হুমকি দিয়ে পোস্ট দেয়া হচ্ছে। ‘৩০ বছর রাজনীতিতে খরচ করে ক্ষমতা পাইছে মেয়রে, খরচ করা টাকাগুলো, তোদের বাবা দিবে…’- এ ধরনের লেখাও পোস্ট করা হচ্ছে ‘কাজল ভাইয়ের সমর্থক’ আইডি থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *