ব্যাখা দিলেন রাশেদ খান মেনন

Slider জাতীয় রাজনীতি


ঢাকা: নির্বাচন নিয়ে বিরূপ মন্তব্য করায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের কাছে তিনদিন আগে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠায় ১৪ দলীয় জোট। গতকাল রাতে পাল্টা চিঠিতে নিজের ব্যাখ্যা পাঠিয়েছেন জোটের সমন্বয়ক মোহাম্মদ নাসিমের কাছে। বিষয়টি নিয়ে রাশেদ খান মেনন মানবজমিনকে বলেন, আমার বক্তব্য নিয়ে জোটের পক্ষ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সেটা পাঠিয়েছি। কী ব্যাখ্যা দিয়েছি সেটা এখন মিডিয়ার কাছে বলতে চাই না। এর আগে বরিশাল নগরের অশ্বিনী কুমার টাউন হলে ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা শাখার সম্মেলনে রাশেদ খান মেনন বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ ভোটকেন্দ্রে যায়নি। এর বড় সাক্ষী আমি নিজেই। আজ মানুষ তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত।’ রাশেদ খান মেননের এই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে তুমুল আলোচনা হয়।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ একাধিক নেতা মেননের এ বক্তব্যের সমালোচনা করেন। বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, মেনন মহা সত্য তুলে ধরেছেন। তুমুল এই আলোচনার মধ্য রাশেদ খান ২০ শে অক্টোবর তার বক্তব্যের ব্যাখ্যা দেন। এক বিবৃতিতে তিনি বলেন, তার বক্তব্য সম্পূর্ণ উপস্থাপন না করে অংশবিশেষ উত্থাপন করায় এই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। পরে ২৪ শে অক্টোবর ১৪ দলের বৈঠকে নির্বাচন নিয়ে রাশেদ খান মেননের করা মন্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ১৪ দলের বৈঠকে সর্ব সম্মতিক্রমে ব্যাখ্যা চাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে ওইদিন রাতেই রাশেদ খান মেননের কাছে চিঠি পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *