ফেলে আসা দিন সময়ের ঋণ
পিছু টানে হায় থেকে থেকে,
জীবনের রথ পাড়ি দেয় পথ
ছুটে চলে যায় এঁকেবেঁকে।
স্মৃতির পাখিরা স্বজন সাকি’রা
মনের উঠোনে করে খেলা,
শৈশব স্মৃতি স্নেহ প্রেমপ্রীতি
পিছু ডাকে শুধু সারাবেলা।
মনক্যানভাসে কত ছবি ভাসে
কত শিল্পিত আঁকিবুঁকি,
কত চেনা মুখ থোকাথোকা সুখ
মনের গহীনে দেয় উঁকি।
বন্ধুরা মিলে নদী আর বিলে
মাছধরা নিয়ে হতো গোল,
বর্ষার জলে নাইবার ছলে
কী যে সুখ ঢেউয়ের দোল!
বিকেল বেলায় হাডুডু খেলায়
হুল্লোড় হতো অতিশয়,
ডাংগুলি খেলা খেলে যেতো বেলা
মায়ের বকুনি শুধু ভয়।
খাতা ছিঁড়েছিঁড়ে বসে ছায়ানীড়ে
বানিয়েছিলাম কত ঘুড়ি,
ঘুড়ির নাটাই হাতে ছিল তাই
উঁকি দিতো মনে সুখকুঁড়ি।
কত কথা হায় মনে পড়ে যায়
জীবনের পথে হেঁটেহেঁটে,
গোধূলি বেলায় জীবন খেলায়
অতীতের স্মৃতি ঘেঁটেঘেঁটে।
চেনা কত নাম পায়নি যে দাম
জীবন নামের এই হাটে,
মরণ ভেলায় চড়ে অবেলায়
চলে গেছে ওপারের ঘাটে।
কিছু সুখ আর কিছু ব্যথাভার
মনের গহীনে কাটে দাগ,
সময়ের ঘড়ি ছুটে তড়ি-ঘড়ি
রেখে যায় স্মৃতি-অনুরাগ।
রচনাঃ ২৬ অক্টোবর, ২০১৯।