ঢাকা: এমপিও ভুক্তির দাবিতে ৮ দিন ধরে আন্দোলন করছিলেন নন এমপিও শিক্ষকরা। ২দিন যাবত আমরণ অনশন পালন করছিলেন তারা। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমপিও ভুক্তির আশ্বাসে আমরণ অনশন থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আন্দোলন থেকে সরে আসার আহ্বান জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর রাতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষামন্ত্রী। সেই আলোচনায় প্রধানমন্ত্রীর আশ্বাস মেলায় আমরণ অনশন থেকে সরে এসেছেন তারা। আন্দোলনরত শিক্ষকরা স্বীকৃতিপ্রাপ্ত সকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও ভুক্তি ও এমপিও ভুক্তির নীতিমালা- ২০১৮ সালের নীতিমালা সংশোধনের দাবি করে আসছিলেন