ঢাকা:চট্টগ্রাম নগরীর জহুর হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার ভোররাতে মার্কেটটিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট গিয়ে আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায়, ভোররাত সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টা পর ভোর পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কোনো পক্ষ।