কালীগঞ্জ(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে বেলাই বিল, বক্তারপুর বিল, ব্রাহ্মণগাঁও এবং বেরুয়া এলাকায় মৎস্য সংরক্ষণ আইনে উপজেলা মৎস অফিস অভিযান চালিয়ে প্রায় ৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা মৎস অফিসার সাদিয়া রহমানের নেতৃত্বে আনসার বাহিনীকে সাথে নিয়ে ওই সব এলাকায় নৌকা নিয়ে অভিযান চালালে স্থানীয় জেলেরা টের পেয়ে পালিয়ে যায়। বিভিন্ন বিলে বিছিয়ে রাখা প্রায় ৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে বিকেলে উপজেলা প্রাঙ্গনে আগুনে পুড়িয়ে ফেলা হয়।
উপজেলা মৎস্য অফিসার সাদিয়া রহমান অভিযান প্রসঙ্গে বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।