হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কুদরত আলী (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্ববর্তী পুরাসুন্ধা বাঁশ বাগান এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
নিহত কুদরত আলী হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামের ওমর আলীর ছেলে। গোয়েন্দা পুলিশের দাবি, তিনি ডাকাতদলের সদস্য ছিলেন। এ ঘটনায় হবিগঞ্জ ডিবি পুলিশের দুই এসআইসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে পাইপগানসহ দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে ডিবির পক্ষ থেকে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হকের ভাষ্যমতে, কুদরত আলীসহ ১০-১২ জনের একদল ডাকাত ওই স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল- এমন গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানিকুল ইসলামসহ পুলিশ সদস্যরা অভিযান চালান। এ সময় ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই মারা যান ডাকাত কুদরত।
‘বন্দুকযুদ্ধে’ চলাকালে হবিগঞ্জ ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম ও মোজাম্মেল হক এবং কনস্টেবল রনি ও জয়নুল হক আঘাতপ্রাপ্ত হন। তারা হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ওসি বলেন, ‘নিহত কুদরতের বিরুদ্ধে হবিগঞ্জের বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। এ ব্যাপারে দুপুরে হবিগঞ্জের পুলিশ সুপার সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবেন।