এক মুঠো ভাত———- সাবিকুন নাহার

Slider সাহিত্য ও সাংস্কৃতি


এই ছেলে ভাত খেতে আস
না, আমি ভাত খাব না।
কেন ভাত খাবে না?
ভাতের সাথে রাগ করতে নেই!
কিন্তু কেন?
সেই কথাটির উত্তর আমার জানা নেই।
বাবার আধিপত্য থেকে বের হয়ে দেখ,
এক মুঠো ভাতের মূল্য কত?
যখন তুমি বড় হবে
নিজের ভাল মন্দ নিজে বুঝবে তখন ভাববে,
কতটা বোকার রাজ্যে ছিল তোমার বসবাস।
পৃথিবীতে অহংকার দম্ভ করে কোন কিছুই অর্জন করা যায় না।
ভালোবাসা দিয়েই সকল সুখ শান্তি লাভ করা যায়,
বাহিরের পৃথিবীটা তোমার কাছে নিরাপদ নয়,
যতটা বাবার অাধিপত্যে থেকে তুমি দেখবে।
পদে পদে হোঁচট খেয়ে ক্লান্ত হয়ে পড়বে তুমি,
কিন্ত কখনো শিঁকড় কে উপড়ে ফেলার চেষ্টা কর না।
এতে তুমিই বেশি ক্ষতিগ্রস্ত হবে,
পরিশ্রম বিনে কখনো সুখ শান্তি লাভ করা যায় না।
যে যত বেশি পরিশ্রমী সে তত বেশি উন্নত জীবন যাপন করবে।
আজকে তোমার যুদ্ধ এক মুঠো ভাতের জন্য,
ভালবাসা, সততা, বিশ্বাস
দিয়ে অর্জন করতে হবে,
মৃক্তিকার কাছ থেকে সেই ভালোবাসা।
যা দিয়ে বীজ কে বৃক্ষ তে রুপান্তর করে
ফলাতে হবে ফসল,
তবেই পাবে কাঙ্খিত সেই এক মুঠো ভাত।
একটি মুখের হাসির জন্য প্রাণ দিতেও প্রস্তুত থাকতে হবে তোমায়,
একেই বলে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়,
ক্ষুদ্ধার্থ পেট তোমাকে যা শিক্ষা দিবে
তা কোন ভাল বই ও দিতে পারবে না।
আজকে তাই আমাদের বেঁচে থাকার তাগিদে,
এক মুঠো ভাতের জন্য যুদ্ধ,
জীবন দিয়ে করব এর অধিকার প্রতিষ্টা
এই হক মোর শপথে অঙ্গিকারবদ্ধ।
যু্দ্ধ কেবলি
এক মুঠো ভাতের জন্য যুদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *