ডেস্ক | দুর্নীতির অভিযোগে যুবলীগের দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান আনিসকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আজ যুবলীগের প্রেসিডিয়াম সদস্যদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রেসিডিয়াম সদস্য শেখ আতিয়ার রহমান দীপু তার বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। ক্যাসিনো বিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে আত্মগোপনে রয়েছেন আনিস।
তার বিরুদ্ধে চাঁদাবাজি, দরপত্র থেকে কমিশন আদায় এবং সংগঠনের বিভিন্ন কমিটিতে পদ-বাণিজ্য করে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। গত পনের দিন ধরে তিনি আত্মগোপনে আছেন। তিনি দলীয় কার্যালয়ে যাচ্ছেন না, বাড়িতেও তাকে পাওয়া যাচ্ছে না।
তিন ঘণ্টার ওই বৈঠক শেষে দীপু বলেন, বৈঠকে কাজী আনিসের ব্যাপারে বহিষ্কার করার জন্য প্রেসিডিয়াম সদস্যরা একমত হয়েছেন। সেই আলোকে কাজী আনিসকে আমরা বহিষ্কার করেছি।
তবে ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক হিসেবে কাউকে দায়িত্ব দেয়া হবে কি না সে ব্যাপারে সিদ্ধান্ত হয়নি বলেও জানান দীপু।
কি কারণে আনিসকে বহিষ্কার করা হয়েছে জানতে চাইলে যুবলীগের আরেক প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক এ বি এম আমজাদ হোসেন বলেন, কাজী আনিস বাংলাদেশ আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক। দুর্নীতির কথা আমরা পত্র-পত্রিকায় দেখেছি এবং অর্থনৈতিক তসরুফের কারণে তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।