ঢাকা: আবরার হত্যার প্রতিবাদে ও দাবি আদায়ে আজ ৪র্থ দিনের মতো আন্দোলনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল কর্মসূচির শুরুতে অন্যান্য দিনের মতো আজও তারা তাদের সুনির্দিষ্ট ১০ দফা দাবি তুলে ধরেন। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।
সেখানে শুরুতেই আজকের দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে, বিচার দাবিতে বিক্ষোভ মিছিল, আবরার এর বিচার দাবিতে দেয়াল লিখন, বিকেলে একটি পথনাটক।
শিক্ষার্থীরা বলছে, প্রশাসনের পক্ষ থেকে আলোচনায় না বসলে আগামী ১৪ তারিখের ভর্তি পরীক্ষা হতে দেয়া হবে না। এছাড়া আগামীকাল দুপুরের মধ্যে ভিসি এসে জবাব না দিলে সব হলে তালা ঝুলাবে তারা।
এদিকে আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের সব ধরণের একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।
শিক্ষার্থীরা বলছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্লাস-পরীক্ষায় ফিরে যাবে না।