আবরার ফাহাদ হত্যার দায় নিয়ে বুয়েট ভিসির পদত্যাগ দাবিসহ নানা বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক সমিতি। ৩০০ শিক্ষকের উপস্থিতিতে অনুষ্ঠিত আজ এক সভায় এ সিদ্ধান্ত নেন তারা। শিক্ষক সমিতির সভাপতি একে এম মাসুদ এ কথা জানিয়েছেন।
শিক্ষক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, আবরারের পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করছি। এ হত্যার পেছনে কর্তৃপক্ষেরও দায় রয়েছে। এই দায় আমরাও শিকার করছি, আমরাও এর দায় নিচ্ছি।
দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দাবি করে শিক্ষক সমিতি বলছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে বিশ^বিদ্যালয় থেকে হত্যাকারী ছাত্রদের আজীবন করতে হবে। আবাসিক হলগুলো থেকে বহিরাগতের সরাতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।
শিক্ষক সমিতির সভাপতি একে এম মাসুদ বলেন, আমরা বুয়েটে সকল প্রকার প্রত্যক্ষ এবং পরোক্ষ রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। জরুরি ভিত্তিতে র্যাগিং এবং নির্যাতনের শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে ওয়েবসাইটে কম্পেইন করার ব্যবস্থা করেছি।
তিনি আরও বলেন, উপাচার্য যদি নিজে থেকে পদত্যাগ না করেন তবে এ ব্যাপারে ব্যবস্থা নিতে সরকারের কাছে অনুরাধ জানাচ্ছি।