আবরার হত্যা: সারা দেশব্যাপী ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

Slider রাজনীতি সারাদেশ

ঢাকা: বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে দুই দিনের কর্মসূচি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। কর্মসূচির মধ্যে আছে আগামীকাল বুধবার সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে এবং আগামী বৃহস্পতিবার থানা, পৌরসভা ও কলেজে বিক্ষোভ সমাবেশ।

মঙ্গলবার ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন। বিবৃতিতে তাঁরা আবরার ফাহাদ হত্যার নিন্দা জানিয়ে বলেন, সারা দেশে বিরোধী দল ও ভিন্নমতের মানুষের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের অন্যায় ও অত্যাচার যেকোনো সময়ের তুলনায় সীমা ছাড়িয়ে গেছে।

গত রোববার দিবাগত রাত তিনটার দিকে বুয়েটের শেরেবাংলা হলের একতলা থেকে দোতলায় ওঠার সিঁড়ির মাঝ থেকে আবরারের লাশ উদ্ধার করে পুলিশ। জানা যায়, ওই রাতেই হলটির ২০১১ নম্বর কক্ষে আবরারকে পেটান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা। ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, তাঁর মরদেহে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আবরার বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭ তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।

গত রোববার দিবাগত রাত তিনটার দিকে বুয়েটের শেরেবাংলা হলের একতলা থেকে দোতলায় ওঠার সিঁড়ির মাঝ থেকে আবরারের লাশ উদ্ধার করে পুলিশ। জানা যায়, ওই রাতেই হলটির ২০১১ নম্বর কক্ষে আবরারকে পেটান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা। ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, তাঁর মরদেহে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আবরার বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭ তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।

গতকাল সোমবার ১৯ জনকে আসামী করে একটি হত্যা মামলা করেন নিহত আবরারের বাবা বরকতউল্লাহ। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় তারা মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার আবরার হত্যায় বুয়েট ছাত্রলীগের ১০ নেতা-কর্মীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আবরার হত্যা কাণ্ডের পর সারা দেশে বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। মঙ্গলবার সকাল ১০টার দিকে নিজ গ্রাম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গায় আবরারকে সমাহিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *