ঢাকা:আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচার চেয়ে আন্দোলনরত বুয়েটের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা, সেমিস্টার পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম আগামী ১৫ অক্টোবর পর্যন্ত স্থগিতের দাবি জানিয়েছেন।
আজ মঙ্গলবার বিকেলে বুয়েটের শহীদ মিনার চত্বরে তারা এ দাবি জানান।
এর আগে শিক্ষার্থীদের একটি মিছিল শহীদ মিনার থেকে শুরু হয়ে বকশি বাজার মোড় দিয়ে ঢাবির জগন্নাথ হল হয়ে পলাশীর মোড় দিয়ে আবার শহীদ মিনারে এসে মিলিত হয়।
একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের একটি মিছিলও বুয়েট শহীদ মিনার চত্বরে আসে। পরে তারা ঢাবি ক্যাম্পাসের দিকে ফিরে যান।
এদিকে, বিকেল তিনটায় আবার শিক্ষার্থীদের আন্দোলনে এসে কথা বলেছেন ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান। তিনি শিক্ষার্থীদের দাবিকৃত আট দফা প্রসঙ্গে বলেন, দাবিগুলোর বিষয়ে তারা আলোচনা করবেন।
কিন্তু শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছেন।
এর আগে আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ১৭ ব্যাচের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে হত্যাকণ্ডের পরিপ্রেক্ষিতে আট দফা দাবি ঘোষণা করেন সাধারণ ছাত্ররা।