চার দিনের সফরে নয়াদিল্লির পথে প্রধানমন্ত্রী

Slider জাতীয় বাংলার সুখবর


ঢাকা: চার দিনের ভারত সফরে নয়াদিল্লির পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) নয়াদিল্লিতে শুরু হওয়া বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডাব্লিউইএফ) ইন্ডিয়া ইকোনমিক সামিটে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০৩০ ভিভিআইপি ফ্লাইটে সকাল সোয়া ৮টায় নয়াদিল্লির উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় সকাল ১০টার দিকে নয়াদিল্লির পালাম বিমান বাহিনী স্টেশনে পৌঁছবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী সরাসরি উঠবেন তাজমহল হোটেলে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গতকাল বুধবার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী বৃহস্পতিবার ইন্ডিয়া ইকোনমিক সামিটে ইন্টারন্যাশনাল বিজনেস কাউন্সিলের নবনির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে ‘কান্ট্রি স্ট্র্যাটেজি ডায়ালগে’ অংশ নেবেন। আগামীকাল শুক্রবার সম্মেলনের সমাপনী অধিবেশনে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা আরো বাড়ানোর বিষয়ে অন্য অতিথিদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী গতকাল বুধবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরের প্রাথমিক উদ্দেশ্য হলো ইন্ডিয়া ইকোনমিক সামিটে যোগ দেওয়া। আজ ও আগামীকাল ওই সম্মেলন শেষে পরশু শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সেই বৈঠকে দ্বিপক্ষীয় সব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।

আগামী শনিবারের বৈঠকে দুই দেশের শীর্ষ নেতারা আলোচিত বিষয়ে রাজনৈতিক দিকনির্দেশনা দেবেন। এ ছাড়া আগামী দিনগুলোতে সম্পর্কের রূপরেখা ঠিক হবে এবারের বৈঠকে।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও সাক্ষাত্ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী সাক্ষাত্ করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। আগামী রবিবার সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকে নিয়ে নির্মাণাধীন চলচ্চিত্রের পরিচালক শ্যাম বেনেগালের সঙ্গেও কথা বলবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *