ডেস্ক | সামাজিক ব্যবসা ভিত্তিক দরিদ্রদের জন্য ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে ‘শূন্য আর্থিক বহির্ভূক্তি’ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন নোবেল জয়ী ড. মোহাম্মদ ইউনূস। ২৭শে সেপ্টেম্বর নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে ‘আধুনিক দাসত্ব ও মানব পাচারের উপর গঠিত আর্থিক খাত কমিশনের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ আহবান জানান। জাতিসংঘ কার্যালয়ে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের সময়ে এর চেয়ারপার্সন মিস ফিয়োনা রেনল্ড্স ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিশনের আহ্বায়ক, সহ-আহ্বায়ক ও কমিশনারগণ। কমিশনের অন্যতম সহ-আহ্বায়ক প্রফেসর ইউনূস বলেন, পৃথিবীর জনসংখ্যার প্রায় অর্ধেক আর্থিক সেবা থেকে বঞ্চিত থাকার কারণ কোনো বাজার ব্যর্থতা নয়, এটা পরিস্কারভাবে অর্থনীতির কাঠামোগত ব্যর্থতা। বিদ্যমান আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিম্ন আয়ের নারী-পুরুষদের কাছে আর্থিক সেবা পৌঁছানোর উপযোগী করে তৈরী করা হয়নি। এই ঘাটতি পূরণ করতে বিশেষ করে সামাজিক ব্যবসার নীতির ভিত্তিতে দরিদ্রদের জন্য আলাদা ব্যাংক সৃষ্টি করা প্রয়োজন।
ড. ইউনূস বলেন, সুবিধাবঞ্চিত মানুষদের কাছে পৌঁছাতে একটি সুনির্দিষ্ট পদ্ধতি গড়ে তুললেও ক্ষুদ্রঋণ এখনো আর্থিক খাতে একটি পাদটিকা হয়ে রয়েছে। এটাকে মূলধারায় প্রতিষ্ঠিত করতে হবে। তিনি জোর দিয়ে বলেন যে, শুধু আর্থিক অন্তর্ভূক্তি যথেষ্ঠ নয়, আমাদের লক্ষ্য হওয়া উচিত ‘শূন্য আর্থিক বহির্ভূক্তি’ নিশ্চিত করা।