ঢাকা: আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক শুক্রবার বলেছেন, নিজ দলের দুর্নীতিবাজদের ধরার পর অন্য দলের দুর্নীতিবাজদের ধরা হবে।
তিনি বলেন, ‘দুর্নীতিবাজ যে দলেরই হোক না কেন তাদের আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেই কারণেই প্রথমে আমাদের দল থেকে যারা দুর্নীতি করছিল তাদেরকে ধরছি, পরে অন্য দলের দুর্নীতিবাজদেরও ধরা হবে।’
আখাউড়া রেলস্টেশনে স্বেচ্ছাসেবী সংগঠন আত্মীয়ের অনলাইন রক্তদাতা নিবন্ধন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে যে অভিযান শুরু হয়েছে সেই অভিযান চলবে।’
অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. মো. শাহআলম, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলার চেয়ারম্যান রাশেদুল কায়সার জীবন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারসহ স্থানীয় নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। সূত্র : ইউএনবি