তুমি পাশে থাকলে আমি
পরাজিত এক পৃথিবী করতে পাড়ি জয়,
ভোরের আলো ও চাঁদকেও
হার মানাতে পারি।
আমার ভেতরের অন্যরকম আলো ছায়া খেলা করে,
যা দেখি তার সবি
অসুন্দরের পটে আঁকা ছবি হয়ে যায়।
তুমি পাশে থাকলে
মনের শঙ্খনীল আকাশে পাখিরা উড়ে বেড়ায়
এ ঘর থেকে ওঘরে,
আমি অপেক্ষায় থাকি
তোমার স্পর্শে ফুলের বাগান হতে।
অপেক্ষায় থাকি একটি রাত
দুজনে মিলে এক হয়ে যেতে,
আমি একবার সেই কন্ঠলগ্ন হতে চাই
যেন শেষ আকূলতায় পাশে স্থির,
প্রতিটি চোখের কোলাহলে সপ্তপর্ণে কাঁপছে বুকের ব্যথার নিরবতা।
আমি অপেক্ষায় থাকি স্বর্গ ও নরকের মাঝামাঝি শীতল,
অভিমান ভালোবাসা জমিয়ে উন্ষতার এক বরফ গলা নদী হয়ে।
একদিন থেমে যাবে তোমার বুকের ঝড়,
সেদিন তুমি বুঝে নিয় হবে
আমি নিব তোমার খোঁজ খবর।
আকাশ আমায় ডেকে বলছিল
দেখ চেয়ে বন্ধ আমি আঁখি আজ,
আমার বুকের মাঝে সহস্র বছর ধরে,
জমে আছে বেদনার নোনা জল।
ভালোবাসার বেদনাতে করছে আমার দুটি আয়াত নয়ন টলমল।