রাতুল মন্ডল শ্রীপুর: গাছে গাছে ভরবে দেশ সবুজে হবে বাংলাদেশ এই শ্লোগানে গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রতি ইউনিয়নের ১ টি করে স্কুলে নিজ উদ্যোগে বৃক্ষ রোপণ করে সবুজের বুকে বেঁচে থাকতে চান শ্রীপুরের ব্যারিস্টার মামুন।
শিশু এবং তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি একজন প্রকৃতি প্রেমী হিসাবে গড়ে তোলার লক্ষে এই যুবলীগর এই নেতা (১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার) সকালে উপজেলার বরমী ইউনিয়নের ৪১ নং বরামা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় ঐ বিদ্যালয়ের ৩৩০ জন শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের বৃক্ষ বিতরণ করেন।
তিনি বলেন “সারাদেশের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমার মত নিজ উদ্যোগে বৃক্ষ রোপণ করে এই আমার প্রিয় মাতৃ ভূমিকে সবুজে সবুজে ভরিয়ে দিলে আমার এই দেশ হবে সবুজের সমারোহ।
আগামী ১ মাসের মধ্যে আমি নিজ উদ্যোগে শ্রীপুর উপজেলার প্রতিটি ইউনিয়নের ১ টি শিক্ষাঙ্গনে প্রতিষ্ঠানের আয়াতন অনুপাতে ফুল-ফল-ঔষধি গাছের বাগানে বাগানে ভরিয়ে দেবো।
তিনি যুবলীগের সকল ইউনিটের প্রতি উদাত্ত আহবান জানিয়ে বলেন, নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে আপনারও এমন উদ্যোগ গ্রহণ করেন।
এসম আরো উপস্থিত ছিলেন, স্কুলের প্রধান শিক্ষক সভাপতিসহ অনন্য শিক্ষক কর্মচারী বৃন্দু।