কেউ গুরুত্ব দেয় না!

Slider তথ্যপ্রযুক্তি

33ad3831da26b72cd101a7c0109bda18-passwordনিরাপদ পাসওয়ার্ডের ব্যবহার নিয়ে গুগল, ফেসবুক, ইয়াহু কেউ কথা বলে নাঘরের তালা যেমন আপনাকে সুরক্ষা দেয়, তেমনি আপনার অনলাইন অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখে পাসওয়ার্ড। কিন্তু পাসওয়ার্ড নিরাপদ রাখার গুরুত্ব কে কতটা দেয়?

অনলাইন সেবাদাতা বড় প্রতিষ্ঠানগুলোর কাছে পাসওয়ার্ডের গুরুত্ব নেই খুব একটা। খুব স্বল্পসংখ্যক প্রতিষ্ঠান আছে যারা অ্যাকাউন্ট তৈরি বা হালনাগাদ করার সময় নিরাপদ পাসওয়ার্ডের গুরুত্ব বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনা দেয়। পাসওয়ার্ডের গুরুত্ব নিয়ে সাত বছর ধরে গবেষণা করেছেন যুক্তরাজ্যের প্লাইমাউথ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তাঁরাই এ দাবি করেছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে আইএএনএস।
গবেষক স্টিভেন ফার্নেল জানান, সাত বছর ধরে গবেষণা চালিয়ে দেখা গেছে, এ ক্ষেত্রে আশানুরূপ কোনো উন্নতিই হয়নি।
গবেষণার কাজে গ্লোবাল অ্যালেক্সা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৩০ সাইটের মধ্যে ১০টিকে নিয়ে গবেষণা করেন। তাঁরা গুগল, ফেসবুক, ইয়াহু, উইকিপিডিয়া, টুইটার, আমাজন, মাইক্রোসফট লাইভ, লিঙ্কডইন, ওয়ার্ডপ্রেস ডটকম ও পিন্টারেস্ট নিয়ে গবেষণা করেন।
‘কম্পিউটার ফ্রড অ্যান্ড সিকিউরিটি’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণা-সংক্রান্ত নিবন্ধ।

গবেষকেরা বলেন, পাসওয়ার্ড নিরাপত্তা নিয়ন্ত্রণ বিষয়টি বিশ্লেষণ করে দেখা গেছে, অধিকাংশ প্রতিষ্ঠানই নিরাপদ পাসওয়ার্ডের গুরুত্ব সম্পর্কে স্বল্প তথ্য দেয় বা একেবারেই কোনো তথ্য সরবরাহ করে না। কিছু কিছু প্রতিষ্ঠান নিরাপদ পাসওয়ার্ড অনুশীলন করার পরামর্শ দিলেও নিজেদের ওয়েবসাইটে এ-সংক্রান্ত কোনো সুযোগ রাখে না।
আমাজন ও লিঙ্কডইন কেবল তাদের ব্যবহারকারীদের উন্নত পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ দেয় এবং এ-সংক্রান্ত সচেতনতা বাড়াতে কাজ করছে।
গবেষক ফার্নেল বলেন, যদি শীর্ষ এ ১০টি অনলাইন সাইটসহ অন্যান্য সাইটে পাসওয়ার্ড নিরাপত্তার বিষয় নিয়ে সহজ ব্যাখ্যা দেওয়া হতো এবং এ-সংক্রান্ত অনুশীলনে বাধ্য করা হতো, তবে পুরো অনলাইনেই নিরাপদ পাসওয়ার্ড ব্যবস্থর উন্নতি হতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *