ফেসবুককে এবার আইনের সামনে দাঁড়াতে হবে। এর ব্যবহারকারীরা অ্যাডভারটাইজিং এর উদ্দেশ্যে যে মেসেজ অন্য ব্যবহারকারীর কাছে পাঠান, সেগুলো স্ক্যান করার মাধ্যমে ফেসবুক গোপনীয়তার নীতি ভঙ্গ করছে বলে মন্তব্য করেন আমেরিকার একটি আদালতের বিচারক। এই অভিযোগ নিয়ে মামলা দায়ের করেছেন এক ফেসবুক ব্যবহারকারী।
ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের ডিস্ট্রিক্ট জজ ফিলিস হ্যামিলটন বলেন, ফেসবুকের এসব কাজ স্টেটের কিছু আইনের বিরোধী বলে গণ্য হচ্ছে।
তবে ফেসবুক বলেছে, ব্যবহারকারীদের মেসেজ ফেডারেল ইলেকট্রনিক কমিউনিকেশন প্রাইভেসি অ্যাক্ট অনুযায়ী স্ক্যান করা হয়।
তবে বিচারক বলেন, ফেসবুকের এই ব্যাখ্যা যথেষ্ট নয়।
বিচারকের এই মন্তব্যের প্রেক্ষিতে ফেসবুক বা ফেসবুকের পক্ষ থেকে কোনো আইনজীবী কোনো বক্তব্য দেননি।
সম্প্রতি বিচারকের এই মন্তব্য পাওয়া গেলেও এমন অভিযোগ উত্থাপিত হয়ে আসছে ২০১২ এর অক্টোবর থেকে। ফেসবুকের পক্ষ থেকে এসব কাজ ভাইরাস ও স্প্যামের বিরুদ্ধের মেসেজ রক্ষার জন্যেই করা হচ্ছে বলে ব্যাখ্যা দেওয়া হতো।
বর্তমানে সংশ্লিষ্ট মামলাটি ক্যাম্পবেল বনাম ফেসবুক ইনক. হিসেবে পরিচিত পেয়েছে। নর্দান ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়ার ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট-এ মামলাটি বিচারাধীন রয়েছে।