২০২২ ফুটবল বিশ্বকাপ বাছাইয়ের চূড়ান্ত দল ঘোষণা বাংলাদেশের

Slider খেলা


খেলা: ২০২২ কাতার বিশ্বকাপের বাছাই পর্বে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে। প্রাথমিকভাবে ২৫ জন খেলোয়াড় নিয়ে ফুটবলারদের ক্যাম্প শুরু হয়েছিল। গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেলের অন্তর্ভুক্তিতে ক্যাম্পের সদস্য দাঁড়ায় ২৬। সেখান থেকে ৩ জনকে বাদ দিয়েছেন জেমি ডে।বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ খেলছে ‘ই’ গ্রুপে। অন্য চার দল আফগানিস্তান, কাতার, ভারত ও ওমান।

আগামী ১০ই সেপ্টেম্বর তাজিকিস্তানের দুশনাবের রিপাবলিক সেন্ট্রাল স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামীকাল (রোববার) তাজিকিস্তান যাত্রা করবে লাল-সবুজের প্রতিনিধিরা। তাজিকিস্তানের কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে ১০ দিন কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ দল। মূল ম্যাচের আগে স্থানীয় দুটি ক্লাব দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

২৩ জনের চূড়ান্ত স্কোয়াড
গোলরক্ষক : আশরাফুল ইসলাম রানা, শহিদুল আলম সোহেল ও আনিসুর রহমান জিকু।

ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা, রহমত মিয়া, ইয়াসিন খান, রিয়াদুল হাসান ও ইয়াসিন আরাফাত।

মিডফিল্ডার: মাসুক মিয়া জনি, জামাল ভুঁইয়া, মামুনুল ইসলাম, সোহেল রানা, রবিউল হাসান, বিপলু আহমেদ, আরিফুর রহমান ও মোহাম্মদ ইব্রাহিম।

ফরোয়ার্ড : নাবিব নেওয়াজ জীবন, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদ উদ্দিন ও জুয়েল রানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *