২৪ ঘণ্টায় ১১৮৯ ডেঙ্গু রোগী ভর্তি

Slider জাতীয়


ঢাকা:চলতি আগস্ট মাসের ২৯ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫০ হাজার ছুঁই ছুঁই। গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ১৭৯জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন সারাদেশে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে। রাজধানী ঢাকায় ৫২৪ জন এবং ঢাকার বাইরে ৬৬৫ জন ভর্তি হন।

পরিসংখ্যান অনুযায়ী, রাজধানী ঢাকার বাইরেই বেশিসংখ্যক ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা গেছে। বেসরকারি হিসাবে এই সংখ্যা কয়েকগুণ বেশি। অন্যদিকে, প্রতিদিনই আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে মারা যাচ্ছে ডেঙ্গু রোগী। আজও দুই জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বিভিন্ন হাসপাতাল সূত্রের তথ্য অনুযায়ী এ পর্যন্ত মৃতের সংখ্যা দুইশ’র কাছাকাছি।
এর মধ্যে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর কাছে আজ পর্যন্ত ১৮০ জনের মৃত্যুর তথ্য এসেছে। ৮৮টি মৃত্যুর পর্যালোচনা করে ৫২ জনের মৃত্যু ডেঙ্গুতে হয়েছে বলে নিশ্চিত হয়েছে সংস্থাটি। বাকি মৃত্যুগুলোও পর্যায়ক্রমে পর্যালোচনা করা হবে।

সরকারি হিসাবে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৬৮ হাজার ছাড়িয়েছে। বেসরকারি হিসাবে আক্রান্ত কয়েকগুণ বেশি হবে। চলতি আগস্ট মাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ হাজার ৯৪৯ জন। এই সংখ্যা গত জুলাই মাসে ছিল ১৬ হাজার ২৫৩ জন। জুনে ছিল এক হাজার ৮৮৪ জন, মে মাসে ১৯৩ জন, এপ্রিলে ৫৮ জন, মার্চে ১৭ জন, ফেব্রুয়ারিতে ১৮ জন এবং জানুয়ারিতে ৩৮ জন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে সারাদেশের হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী ৫ হাজার ৩০ জন, যার মধ্যে ঢাকায় ২ হাজার ৭৮৫ এবং ঢাকার বাইরে ২ হাজার ২৪৫ জন। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত হাসপাতালগুলো থেকে ৬৩ হাজার ২০০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন মোট ৬৮ হাজার ৪১০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *