ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডোরিয়ান। এ জন্য সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত থাকা পুয়ের্তো রিকোকে বিশ্বের সবচেয়ে দুর্নীতিপ্রবণ স্থানগুলোর অন্যতম বলে বুধবার উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। দেউলিয়া ঘোষণার আবেদন করার মাত্র কয়েক মাস পরে ২০১৭ সালে ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে যায় পুয়ের্তো রিকো। ওই ঘূর্ণিঝড়ে তখন প্রায় ৩০০০ মানুষ নিহত হন। সেই ক্ষতি কাটিয়ে উঠতে তারা এখনও লড়াই করছে। তার ওপর দক্ষিণপূর্ব থেকে ধেয়ে আসছে ডোরিয়ান। তা ফ্লোরিডাকেও আঘাত করবে।
মঙ্গলবার পুয়ের্তো রিকোতে জরুরি অবস্থা ঘোষণাকে অনুমোদন দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তার অধীনে থাকা এই ভূখন্ডের বিষয়ে টুইট করেন। পাশাপাশি ফ্লোরিডাতেও ঘোষণা করা হয় জরুরি অবস্থা। ট্রাম্প লিখেছেন, পৃথিবীতে সবচেয়ে দুর্নীতিপরায়ণ স্থানগুলোর মধ্যে পুয়ের্তো রিকো অন্যতম। তাদের রাজনৈতিক সিস্টেম ভেঙে পড়েছে। তাদের রাজনীতিকরা হয়তো অপদার্থ অথবা দুর্নীতিবাজ। এর আগে কংগ্রেস কোটি কোটি ডলার অনুমোদন দিয়েছে। উল্লেখ্য, পুয়ের্তো রিকোর নেতাদের বিরোধের একটি ইতিহাস আছে ট্রাম্পের। ২০১৭ সালের ঘূর্ণিঝড়ে পুয়ের্তো রিকোতে যে ধ্বংসলীলা হয় তার এক জবাবের জন্য ট্রাম্পের কড়া সমালোচনা করা হয়।