সামাজিক ব্যবসা কোনো এনজিও কার্যক্রম নয় : ড. ইউনুস

অর্থ ও বাণিজ্য

unusগ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল জয়ী ড. মুহম্মদ ইউনুস বলেছেন, সামাজিক ব্যবসাকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। সামাজিক ব্যবসা কোনো এনজিও কার্যক্রম নয়। এটা বিশ্বমাপের জিনিস।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম ক্লাবে সামাজিক ব্যবসা কেন্দ্র লিমিটেড (সিএসবিসিএল) ব্যবসায়ীদের সঙ্গে সামাজিক ব্যবসা নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ সব কথা বলেন।

ড. ইউনুস প্রচলিত ব্যবসা হলো ব্যক্তিহিতকর আর সামাজিক ব্যবসা হলো সমাজহিতকর। প্রচলিত ব্যবসায় ব্যক্তির মুনাফা অর্জনের বিষয় থাকে। সামাজিক ব্যবসায় মুনাফা নেওয়ার কোনো সুযোগ নেই। সামাজিক ব্যবসা একটি সামগ্রিক উন্নয়নের বিষয়।

ড. ইউনুস বলেন, সামাজিক ব্যবসা হলো এমন একটি বিষয় যেখানে আপনি শুধু এক বছর বিনিয়োগ করলেন। পরে আপনার টাকা আপনি ফেরত পেলেন। এরপরে যে মুনাফা অর্জন হবে তা দিয়ে ব্যবসাটি সম্প্রসারণ হবে। অর্থাৎ সামাজিক ব্যবসা হলো কইয়ের তেলে কই ভাজা।

ড. ইউনুস বলেন, সামাজিক ব্যবসার পেছনে দুটো জিনিস বড় জরুরি। একটা হচ্ছে সৃজনশীলতা। মাথার মধ্যে এমন একটা পোকা থাকতে হবে। প্রথমে মনে হবে অসম্ভব ব্যাপার। কিন্তু পোকার কারণে তা সম্ভব হয়ে যায়। দারিদ্র্য মুক্তির জন্য ভর্তুকি দিয়ে কোন সমাধান হয় না বা লঙ্গরখানা দিয়েও সমাধান হয় না। কারণ এটি বেশি দিন টিকবে না। ব্যবসার যে শক্তি সেটা চলতে থাকলে চিরদিন চলবে।

ড. ইউনুস বলেন, সামাজিক ব্যবসা যে আমি প্রথম আবিষ্কার করেছি তা নয়, এটা অনেক আগে থেকে ছিল। আমি এটাকে ব্র্যান্ডিং করছি মাত্র।

চট্টগ্রামের ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সিকান্দার খানের সভাপতিত্বে এই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন : চট্টগ্রামের দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা ডা. ফজলুল হক, চট্টগ্রাম সামাজিক ব্যবসা কেন্দ্রের পরিচালক আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম ক্লাবের প্রেসিডেন্ট এম এ ছালাম, চট্টগ্রাম সামাজিক ব্যবসা কেন্দ্রের পরিচালক ফারুক ই আজম বীর প্রতীক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *