নিগ্রহ, ———কোহিনূর আক্তার

Slider সাহিত্য ও সাংস্কৃতি

ঐ নিগ্রহ দিগন্ত জীবনে
স্বপ্নের মাঝে হেঁটে বেড়া খুব সাধারণ একটি মন ,
গুঞ্জে উঠে আত্মা স্পন্দন,
কেঁদে ওঠে স্বপ্ন বালি ।
কষ্ট নিগ্রহ উত্যক্ত যেনো বরাবরই
নতুনত্বে জন্ম নিচ্ছে চিত্তের গভীর প্রান্তে ।
ঝকমকে লাল-বেরঙের ফাল্গুনটাও অমাবস্যার
রাতের মতো মনে হয় ।

জীবন সংসার হতে বিচ্ছেদ হয়েছে কিন্তু জন্ম
সংসার হতে বিচ্ছেদ ঘটলো না আর ,
মহাসুখেও অনল জ্বলে ,
কষ্টের নিঃশ্বাস ভালো আছি বলে !
এই তো একটি জীবনের কারাগারের মহা প্রলয়
এতোটাই গভীর যে সেখানে পৌঁছাতে সাধকের স্যামা
প্রাণান্তকর করতে হয় ।

আঘাতের প্রলয় আঁখি অশ্রুতে দর্শনীয় হয়,
আর গহীনে নীলাচলের আঘাতে আত্মা শুকিয়ে
শকুনে জয়,
কিছু জীবনের অর্থ হয় না কোনো সাহিত্যেও,
আবার প্রেমা কূল ধরে হেঁটে বাঁচাতে চায়
অনন্ত প্রহর ।

২৭/৮/১৯
°°°°°°°°°°°°

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *